রশিদুর রহমান রানা, শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উজেলার কৃষকলীগের আগামী ২৮শে নভেম্বর সম্মেলন সফল করতে পৌর কৃষকলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, ২০নভেম্বর সন্ধ্যায় পৌর শাখার অস্থায়ী কার্যালয়ে পৌর কৃষকলীগের সভাপতি মাহাবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বিপুল।
তিনি বলেন শিবগঞ্জ উপজেলায় কৃষকলীগের কোন বিকল্প নেই তাই ওই দিনে সবাইকে দলে দলে যোগদান করতে হবে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বকুল মন্ডল, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, পৌর শাখা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন সকল পৌর ওয়ার্ড শাখা কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মন্ডলী প্রমূখ।