স্টাফ রিপোর্টারঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি জামাত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বগুড়া জেলা শাখার উদ্যোগে শনিবার বিকাল ৪টায় শহরের টেম্পল সড়কে দলীয় কার্যালয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ ও প্রতিবাদ মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সভাপতিত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোবাশ্বের হোসেন স্বরাজ, পৌর যুবলীগের সভাপতি মাহফুজুল ইসলাম জয়, সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম মামুন সহ জেলা যুবলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন বলেন, বাংলাদেশের উন্নয়নে বাধাগ্রস্ত করবার সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রস্তুত যুবলীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে এদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে। এদেশের সারের জন্য কৃষককে বিক্ষোভ করতে হয় না। এদেশের বৃদ্ধ, বিধবাদের ভাতা নিতে দ্বারে দ্বারে ঘুরতে হয় না। বেকারদের কর্মসংস্থান হচ্ছে। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করছে সরকার। যাতে যুবকরা চাকরীর পিছনে না ঘুরে নিজেকে স্বাবলম্বী করে অন্যের চাকরীর ব্যবস্থা করতে পারে। দেশ যখন উন্নয়নের জোয়ারে ভাসছে। বিশ্ব নেতৃত্ব যখন এদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে আখ্যায়িত করেছে। ঠিক তখনই বিএনপি, জামাত শিবির ও দেশবিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কারণ তারা যখন ক্ষমতায় ছিল তখন সাধারণ মানুষের হক তারা মেরে খেয়ে প্রাসাদ গড়ে তুলেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। দুর্নীতি তারা সারাবিশ্বের মাঝে চ্যাম্পিয়ন হয়েছে। বিএনপি জামাত ক্ষমতায় থাকাকালীন সময়ে তাদের নেতাকর্মীরা এদেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। এই বগুড়াতে যখনই তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর আদর্শের মানুষ প্রতিবাদ করতে গেছে, তখন তারা হামলা মামলা করেছে। এদেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরথেকে দেশের মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারে। দেশের সকল জায়গাতে উন্নয়নের জোয়ার বইছে শেখ হাসিনার নেতৃত্বে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে যোগ দিয়ে দেশকে স্বাধীন করেছিল। তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। তাই যুবলীগের সকল নেতাকর্মীকে সজাগ থাকতে, যাতে করে বিএনপি জামাত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতাকে নস্যাৎ করে দিয়ে সোনার বাংলা গড়ে তুলতে শেখ হাসিনার হাতধরে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয় দলীয় কার্যালয় থেকে। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
ক্যাপসনঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি জামাত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বগুড়া জেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে শহরে প্রতিবাদ মিছিল বের হয়।