দৈনিক প্রত্যয় ডেস্কঃ করোনা নিয়ন্ত্রণে মালয়েশিয়া সরকারের আরোপিত অবাধ চলাচল নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে শাস্তি পেলেন দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী নুর আজমি গজলি।
গত ১৮ এপ্রিল পেরাক রাজ্যের একটি ক্লিনিক পরিদর্শনে যান মন্ত্রী নুর আজমি গজলি। সেখান থেকে লেংগং এলাকার একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সঙ্গীদের নিয়ে একসঙ্গে বসে ইফতার করেন। পরে নিজের ফেসবুক পেইজে ইফতার করার একটি ছবি পোস্ট করেন মন্ত্রী। পরে অবশ্য ব্যাপক সমালোচনার মুখে তিনি ছবিটি ফেসবুক থেকে সরিয়ে নেন। কিন্তু তাতেও রক্ষা পাননি ওই মন্ত্রী। এ ঘটনায় তাকে জরিমানা করেছে মালয়েশিয়ার এক আদালত।
মন্ত্রী নুর আজমি গজলি ছাড়াও পিরাক রাজ্যের একজন কাউন্সিলরকেও জরিমানা করেছে ওই আদালত।
স্থানীয় গণমাধ্যম বলছে, দেশটির সংসদ সদস্য নুর আজমি ও পেরাক রাজ্যের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিভাগের চেয়ারম্যান রাজমান জাকারিয়াকে এক হাজার মালয়েশীয় রিঙ্গিত জরিমানা করা হয়েছে। সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে তাদেরকে এই সাজা দেয়া হয়েছে।
এদিকে সরকারি আদেশ লঙ্ঘনের ঘটনায় ক্ষমা চেয়ে একটি বিবৃতিও দিয়েছেন মন্ত্রী নুর আজমি।
করোনা সংক্রমণ ঠেকাতে জনসমাগম, ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় আয়োজন সবকিছুই বন্ধ মালয়োশয়া সরকার। পাশাপাশি দেশটিতে জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ১২ মে পর্যন্ত চলবে বলে জানা গেছে।
মালয়েশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৯৮ এবং মারা গেছেন ১০৫ জন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন প্রায় সাড়ে ৪ হাজার মানুষ।
ডিপিআর/ জাহিরুল মিলন