দৈনিক প্রত্যয় ডেস্কঃ চট্টগ্রামে নভেল করোনাভাইরাস আলাদা করতে পারেনি মা ও তাঁর ছেলেকে। করোনায় আক্রান্ত ১০ মাসের এক শিশুর চিকিৎসা চলছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। সেখানে শিশুটির সঙ্গে রয়েছেন তার মা।
গত ১৮ এপ্রিল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছিল চন্দনাইশের শিশুটি। তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখে সেখানকার চিকিৎসকেরা নমুনা টেস্টের জন্য ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) পাঠায়। ২১ এপ্রিল পরীক্ষার ফলে করোনা পজিটিভ আসে ছেলে শিশুটির। করোনা শনাক্তের পর শিশুটিকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে শিশুটি আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সন্তানের সুচিকিৎসার জন্য নিজের জীবনকে বিপণ্ণ করেই অন্য ১০ জন করোনা রোগীর সঙ্গেই আইসোলেশনে আছেন শিশুটির মা।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, করোনায় আক্রান্ত শিশুটির সঙ্গে তার মা রয়েছেন। সংক্রমণ এড়াতে শিশুটির মাকে পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। ইতিমধ্যে মায়ের নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হয়েছে।
দৈনিক প্রত্যয়/ সারাদেশ/ জাহিরুল মিলন