সম্প্রতি গাজীপুর এর মেয়র মহোদয় চীন থেকে মাত্র ৩ দিনে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য ব্যবহৃত “N95” এনে তাক লাগিয়ে দিয়েছেন। তাঁর এ কাজটি ব্যপক প্রশংসিত হয় এবং মোটামুটি সব মেইনস্ট্রিম মিডিয়া এ খবরটি প্রচার করে। সারা বিশ্বেই ঘাটতিতে থাকা এই “N95” মাস্ক ৩ দিন এ এনে অসম্ভবকে সম্ভব করেছেন মাননীয় মেয়র।
এর আগে “N95” মাস্ক এর নামে সরকারি সাপ্লাই এ সাধারণ মাস্ক দিয়ে দেয়া হয় যা ব্যাপক বিতর্ক সৃষ্টি করে। বাক্সে ‘N95’ লেখা থাকলেও তাতে দেয়া মাস্কগুলো যে ‘N95’ ছিলনা, তা চিকিৎসকগণ বুঝতে পারেন।
যাই হোক, ‘N95’ মাস্ক এর বক্সসহ মেয়র মহোদয়ের প্রচুর ছবি আমরা পেয়েছি, যার মাধ্যমে তাঁর আমদানিকৃত মাস্কের প্রকৃতি এমন মান সম্পর্কে কিছুটা ধারণা আমরা পাই। এবং ছবিগুলো থেকে টেকনিক্যাল টার্ম না জানা যে কেউই বুঝবেন, মেয়র মহোদয়ের প্রদর্শিত মাস্কটির বাক্সে N95 লেখা থাকলেও মাস্কটির মান ঐ মানের নয় এবং জেনুইন “N95” Mask বা Respirator এর সাথে বেশ বড়সড় পার্থক্য বিদ্যমান।
মেয়র মহোদয় চেষ্টা করেছেন, তাঁর এ উদ্যোগের প্রশংসা না হলে সেটি অন্যায়ই হবে। তিনি শুধু মাস্কই আনাননি, ২০০০০ সেট গাউন ও আনিয়েছেন। তাঁর প্রচেষ্টার জন্য তার প্রতি কৃতজ্ঞতা। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘বিশেষজ্ঞ’ কর্তাব্যক্তিরাই যেখানে আসল আর নকলের পার্থক্য ধরতে পারেন নি, সেখানে মাননীয় মেয়র মহোদয় সেটি না ধরতে পারাটাই স্বাভাবিক।
এ সচেতনতামূলক পোষ্টের উদ্দেশ্য একটাই। আমরা ব্যক্তিগত উদ্যোগে অনেক কিছুই করছি আমাদের স্বাস্থ্যসেবাকর্মীদের সুরক্ষার জন্য। তবে তাদের হাতে তুলে দেয়ার আগে আমাদের অবশ্যই তাদের সুরক্ষার এ উপকরণগুলোর মানের ব্যাপারে শতভাগ নিশ্চিত হতে হবে।