বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁয়ের মানববন্ধন করেছে সাংবাদিকরা।
বুধবার সকালে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির আয়োজনে জেলা শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয় লেখক, সাংবাদিক, ক্রীড়াবিদ, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ।
এসময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবু তোরাব মানিক, অবসরপ্রাপ্ত ক্রিড়া অফিসার আবু মহিউদ্দীন, লেখক আজমত রানা, সাংবাদিক এমদাদুল ইসলাম ভুট্টো, জিয়াউর রহমান বকুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি আমলারা কোটি কোটি টাকা লুট করে নিজেদের বাঁচাতে চুরির নাটক সাজিয়ে একজন নারী সাংবাদিককে গ্রেফতার করে জেলহাজতে প্রেরনের ঘটনা অনাকাঙ্খিত। কাজেই আগামী বৃহস্পতিবারের মধ্যে তাকে জামিন না দিলে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে।