বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও তাকে হেনস্থাকর্মে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁয়ে মানববন্ধন করেছে সাংবাদিকরা।
বৃহস্পতিবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের উদ্যোগে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এখানে লেখক, সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক মানুষ অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান খান, সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ, শাহীন ফেরদৌস ,বদরুল ইসলাম বিপ্লব, কামরুল ইসলাম রুবায়েত প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে আটক করে অমানবিক নির্যাতন, হাসপাতালে ভর্তি না করে থানায় নেওয়া এবং রিমান্ডের আবেদন জানানোর নিন্দা জানিয়ে অবিলম্বে তার নি:শর্ত মুক্তি দাবি করেন। সেই সাথে করোনাকালে স্বাস্থ্য সেবা দেওয়ার নামে অনিয়ম ও দুনীীর্তর সঙ্গে জড়িত কর্মকর্তাদের সাসপেন্ড করে উচ্চ পর্যায়ের তদন্ত টিম কর্তৃক তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।