বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাকে হেনস্থায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও রুহিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
২২ মে (শনিবার) সকাল ১১ টায় রুহিয়া চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রুহিয়া থানা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মাজহারুল ইসলাম বাদল প্রমুখ।
অপরদিকে বালিয়াডাঙ্গী প্রেসক্লাব ও সচেতন নাগরিক সমাজের আয়োজনে শহরের চৌরাস্তায় মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন -বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. টি.এম মাহববুর রহমান, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক, বালিয়াডাঙ্গী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মকবুল হোসেন, রানীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক জুলফিকার আলী শাহ, সাংগঠনিক সম্পাদক আল মামুন জীবন, সাংবাদিক জানে আলম শেখ প্রমুখ।
বক্তারা, রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাকে আটকে রেখে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ।