ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে গত মঙ্গলবার ঢাকা হতে রেল যোগে নবাবগঞ্জ স্বপ্নপূরীর বাসভবনে ফিরে আসেন।
এ উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন তার এই ফিরে আসায় এক সম্বর্ধনা সভার আয়োজন করেন। এসময় ঘোড়াঘাট উপজেলাবাসীর পক্ষ থেকে ঘোড়াঘাট উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এনামুল কবির মিন্টু ফুলের মালা দিয়ে অভ্যার্থনা জানান।
উক্ত সম্বর্ধনা সভায় প্রধান অতিথী দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদস সদস্য শিবলী সাদিক উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের সকলের দোয়ায় সুস্থ্য হয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনাদের সুখে দুখে এবং দলমত নির্বিশেষে সকলের পাশে থেকে উন্নয়ন ও সেবা করে যাবো।