দৈনিক প্রত্যয় ডেস্কঃ
বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুরের উদ্যোগে গত ১১ মে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের মাঝে বিতরণের জন্য ১০০০ প্যাকেট খাদ্যসামগ্রী সিঙ্গাপুরস্থ ৩টি সংস্থার নিকট হস্তান্তর করা হয়েছে।
সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান, কাউন্সিলর (শ্রম) মো. আতাউর রহমান, অভিবাসী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক বার্নাড মেনন, হোপ ইনেসিয়েটিভ এলাইন্সের এর প্রেসিডেন্ট ইজিকাইল তান, এলাইন্স অফ গেস্ট ওয়ার্কার্স আউটরিচ এর চেয়ারম্যান স্টিফেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের উপস্থিতে খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়।
১২ মে দুপুর পর্যন্ত সিঙ্গাপুরে নতুন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৮৪ জন, এদের মধ্যে শুধু ৩ জন সিঙ্গাপুরের নাগরিক, বাকি সবাই অভিবাসী শ্রমিক।
ডিপিআর/ জাহিরুল মিলন