সিলেট প্রতিনিধি: তানিম আহমদ বাবলু(২৭)কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৯। সোমবার (২৪ মে) রাত ১১টার দিকে নগরীর পাঠানটুলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র্যাব।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সোমবার রাত ১১টার দিকে র্যাব-৯ এর সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর আভিযানিক দল সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানাধীন পশ্চিম পাঠানটুলা থেকে তানিম আহমদ বাবলুকে গ্রেপ্তার করা হয়। বাবলু জালালাবাদ থানাধীন আখালিয়া নোয়াপাড়া এলাকার বন্ধন বি-৫১ এর জমসেদ আলীর ছেলে।
বাবলু দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্র ব্যবসা, মাদক ও চোরাচালান কারবারের সঙ্গে জড়িত রয়েছে বলেও জানায় র্যাব।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম। তার সঙ্গে ছিলেন মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি ওবাইন, এএসপি আফসান আল-আলম ও এএসপি সোমেন মজুমদার।