দৈনিক প্রত্যয় ডেস্ক:করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর লক্ষ্যে মানুষকে ঘরে রাখতে শনিবার ( ১১ এপ্রিল) থেকে পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত পুরো সিলেট জেলা ‘লকডাউন’ ঘোষণা করেছেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
জেলা প্রশাসক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে গঠিত সিলেট জেলা কমিটির সভার সিদ্ধান্তের আলোকে সিলেট জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে। সেই সাথে এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের বিষয়ও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।এরই অংশ হিসেবে লকডাউনের প্রথম দিন গতকাল শনিবার সিলেটে মোবাইল কোর্ট পরিচালনা করেন ১৮ চন ম্যাজিস্ট্রেট।এসময় সিলেটের বিভিন্ন এলাকায় লকডাউনের প্রথম দিনে সরকারি আদেশ অমান্য করা এবং অন্যান্য আইন লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৮৫ জন ব্যক্তিকে বিভিন্ন মামলায় মোট ১ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানার টাকা আদায় করা হয়।এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন।জনস্বার্থে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।