দৈনিক প্রত্যয় ডেস্কঃ সামাজিক দূরত্ব ও ঘরে থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (৪ মে) সকালে তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, করোনার এ সংকটে সম্মুখ যোদ্ধাদের কোনোভাবেই মনোবল হারালে চলবে না।
কাদের বলেন, স্বাস্থ্য বিধি মেনে চলার কোনো বিকল্প নেই। তা না হলে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে করোনা আরও বিধ্বংসী হয়ে উঠবে এবং সক্রমণের বিস্তার ব্যাপক ঘটবে।
তিনি বলেন, করোনা যুদ্ধে যারা সম্মুখসারিতে কাজ করছেন তারা কোনোভাবে মনোবল হারাবেন না। সরকার পুরো জাতি আপনাদের সাথে আছে।
ডিপিআর/ জাহিরুল মিলন