প্রত্যয় ডেস্ক: হংকংয়ের আইন পরিষদকে অবজ্ঞার অভিযোগে গণতন্ত্রপন্থী আইনপ্রণেতা টেড হুইকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ অভিযোগে এখন পর্যন্ত আট গণতন্ত্রপন্থী রাজনীতিককে গ্রেপ্তার করা হলো। টেড হুইয়ের বিরুদ্ধে গত ৮ মে আইন পরিষদ অবমাননা ও পরিষদের কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, গত ৮ মে চীনের জাতীয় সঙ্গীতের অবমাননা নিষিদ্ধ করা একটি বিল নিয়ে বিতর্ক চলাকালীন গণতন্ত্রপন্থী ও বেইজিংপন্থী আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
পরে জামিনে টেড হুই ছাড়া পেয়েছেন। হুই পুলিশের বিরুদ্ধে নির্বিচারে গ্রেপ্তার করার অভিযোগ এনেছেন। হুইয়ের সঙ্গে একই অভিযোগে আরও সাত গণতন্ত্রপন্থী রাজনীতিককে গ্রেপ্তার করা হয়। হংকংয়ের ওপর বেশি আধিপত্য বিস্তারে বিতর্কিত নতুন নিরাপত্তা আইন পাস করেছে চীন। এ আইনকে হংকংয়ের মানুষের নাগরিক ও রাজনৈতিক স্বাধীনতার জন্য হুমকি হিসেবে দেখছে অঞ্চলটির গণতন্ত্রপন্থীরা।
গত বছর চীনের প্রস্তাবিত অপরাধী প্রত্যার্পণ বিলের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল হংকংয়ের হাজার হাজার মানুষ। সেসময় আন্দোলনে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করা হয় দেড় হাজারেরও বেশি শিক্ষার্থীকে। ধীরে ধীরে প্রত্যার্পণবিরোধী এ বিক্ষোভ রূপ নেয় সরকারবিরোধী এবং গণতন্ত্রকামী আন্দোলনে।