আল-আমিন, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গোয়াল ঘরে আগুন লাগলে গরুকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ সেই শফিকুল ইসলাম (৫৫) মারা গেছেন।
রবিবার ২৭ জুন দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।
এর আগে গত বুধবার ২৩শে জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রানাত পাটিকা পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে ছাই হয় গরু, ছাগল, হাঁস-মুরগী। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস।
জানা গেছে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে মৃত শফিকুল ইসলামের বাড়ির গোয়াল ঘরে আগুন লাগে। এসময় গোয়াল ঘরে গরুকে বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে ঝলসে যায় শফিকুল ইসলামের পুরো শরীর। সেসময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছেলে আনারুল ইসলামও অগ্নিদগ্ধ হয়।
এদিকে চিল্লাচিল্লি শুনে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করতে ব্যার্থ হয়। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে ফায়ার সার্ভিস ও এলাকা বাসির সহায়তায় আহতদের প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চার দিন থেকে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১টার দিকে শফিকুল ইসলাম মারা যায়। তার ছেলে আনারুল ইসলাম সুস্থ হয়েছে।
উল্লেখ্য- গত বুধবার রাতে গোয়াল ঘরে কয়েলের আগুন ভুট্টার লাকড়িতে লাগলে আগুনে সুত্রপাত ঘটে। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।