আল আমিন, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় লিডার্স ক্লাব পাঠাগার ও সংস্কৃতি চর্চা কেন্দ্রে সোলার প্রদান করেন জেলা পরিষদ সদস্য হাসান মেহেদী অর্পন।
আজ শনিবার (২২ মে) দুপুর ১.৩০ টার সময় হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তোছাদ্দেক আলম খান রুবেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাল্ব জ্বালিয়ে এর উদ্ধোধন করেন।
এসময় তোছাদ্দেক আলম খান রুবেল পাঠাগারে পানি ব্যবহারের জন্য একটি পাম্প দেয়ার প্রতিশ্রুতি দেন।
এতে লিডার্স ক্লাব পাঠাগারের আহবায়ক সাজ্জাদ হোসেন সাগর, সদস্য সচিব জোবায়দুর রহমান সোহেল চৌধুরি, সদস্য আব্দুর রাজ্জাক দোলন, সাইফুল ইসলাম আলম, মঞ্জুর মোর্শেদ মানষ, আরশাদ হোসেন রিজু, খন্দকার ফারুক হোসেন ফুল্টন,মিজানুর রহমান মিলন উপস্থিত ছিলেন।