দৈনিক প্রত্যয় ডেস্ক:একদিনে মৃত্যুর এখন পর্যন্ত সব রেকর্ড ভেঙেছে করোনাভাইরাস। একদিনে অর্থাৎ বৃহস্পতিবার( ১৬ এপ্রিল) সকাল থেকে শুক্রবার (১৭ এপ্রিল) সকাল পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছে ১১ হাজার মানুষ।
আর এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় এক লাখ মানুষ। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটার।
শুক্রবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৫ হাজার ৫২১ জনে এবং আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৮২ হাজার ১৯৭ জন। অপরদিকে ৫ লাখ ৪৭ হাজার ২৯১ জন সুস্থ হয়েছেন।
আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ৫৭০ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৬১৭ জনের। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৯৪৮ জন এবং মৃত্যু হয়েছে ১৯ হাজার ৩১৫ জনের।
মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৯৪১ জন এবং মৃত্যু হয়েছে ২২ হাজার ১৭০ জনের।