দৈনিক প্রত্যয় ডেস্কঃ করোনাভাইরাস। শুরু হয়েছিল চীনের উহানের হুবেই প্রদেশ থেকে। সেই উৎপত্তি স্থল মাস পার করে ৩২ দিনে পা রাখল। সুখবর হলো নতুন কেউ আক্রান্ত নেই।
তবে সারাবিশ্ব এখনো কাঁপছে করোনা আতঙ্কে। আর এ সময়টাতে শঙ্কামুক্ত জীবন যাপন শুরু করছে করোনার উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশ।
চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, হুবেই প্রদেশে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে চীনের একটি বড় মাইলফলক অর্জিত হয়েছে।
যদিও বুধবার (৬ মে) চীনে দুজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৮৮৩ জনে। তবে মৃতের সংখ্যা আগের মতোই আছে ৪ হাজার ৬৩৩ জন।
এদিকে হুবেই প্রদেশে খুলতে শুরু করেছে স্কুল। ছেলেমেয়েরা ফিরতে শুরু করেছে তাদের প্রাণপ্রিয় স্কুলে।
বিশেষ করে গ্রেড ৯ এবং গ্রেড ১২ যাদের সামনে পরীক্ষা রয়েছে তাদের ক্লাস শুরু হয়েছে। তবে স্কুলে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম নীতি মেনে তারপর প্রবেশ করতে হচ্ছে।
স্কুলে ফিরে আসার আগে অবশ্যই সব শিক্ষার্থীদের করোনা টেস্ট করতে হবে সেই সাথে ক্লাসরুম থেকে শুরু করে স্কুল ক্যানটিনে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে তাদের।
ডিপিআর/ জাহিরুল মিলন