দৈনিক প্রত্যয় ডেস্ক:যুক্তরাজ্যের সাত বছরের এক ছেলে করোনাভাইরাসের কারণে হারিয়েছে তার মা ও দাদীকে। বর্তমানে তার বাবাও এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছেন।
বাবা মারা গেলে ছেলেটি সম্পূর্ণ অনাথ হয়ে যাবে। ছেলেটি নাম ইভান কাডবি। যুক্তরাজ্যের কার্ডিফ শহরে পরিবারের সাথে তার বসবাস। বাবার চিকিৎসার জন্য তার কাছে নেই যথেষ্ট অর্থ।
তাই ইভান কাডবির বাবার হাসপাতালের বিল পরিশোধের জন্য তার বন্ধুরা ৯ হাজার ইউরো ব্যবস্থা করেছে।
ছেলেটির মা জুলিয়ান কাডবি কোভিড-১৯ ‘এ আক্রান্ত হয়ে ১৫ এপ্রিল নিজ বাড়িতেই মারা যান। মৃত্যুকালে জুলিয়ানের বয়স ছিল ৪৯ বছর। তার ঠিক চারদিন পর মারা যায় ইভানের ৮৪ বছরের দাদী।
জুলিয়ান কাডবি ১৬ বছর ধরে ভ্যালি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বোর্ডের শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য সেবা বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও কার্ডিফে তিনি ব্যবসা পরিচালনাও করতেন।
স্বাস্থ্য বোর্ড থেকে তার মৃত্যুতে ও তার পরিবারের জন্য গভীর শোক প্রকাশ করেছে। তারা জানান, জুলিয়ান অত্যন্ত হৃদয়বান ও যত্নশীল ছিলেন। শিশু ও কিশোরদের জন্য তার দেয়া পরামর্শ অত্যন্ত কার্যকর ছিল।
তার সাত বছরের ছেলে ও পরিবারকে সাহায্যের জন্য এক ত্রান সংগ্রহকারী নাটালি লয়েট নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জাস্ট গিভিং’ নামে একটি পেইজ খুলেছেন।
সেখানে নাটালি লিখেছেন, আমি ও জুলিয়ানের সকল বন্ধুরা তার পরিবারকে সাহায্য করতে চাই। আমি আপনাদের সাধ্য মতো এই সুন্দর পরিবাটির পাশে দাড়ানোর আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত এক লাখ ৮ হাজার ৬৯২ ও মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে।
সূত্র : ডেইলি মেইল