নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জে জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আজ বৃহ:পতিবার শহর সমাজসেবা কার্যালয়ে ট্রেনিং সেন্টারে ৫০ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক(ডিডি) কামরুজ্জামান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
এসময় আর উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ পারভিন,শহর সমাজ সেবা অফিসার সিদ্দিকুর রহমান প্রমুখ। এই কর্মসূচির আওতায় কিশোরগঞ্জ জেলার সমাজের পিছিয়ে পড়া রবিদাস,বর্মন, হরিজন জনগোষ্ঠীর মোট ৫০ জন নারী ও পুরুষ কে ৫০ দিন ব্যাপী কম্পিউটার ও দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ দেওয়া হবে।