নিজস্ব প্রতিবেদক: ঢাকার আশুলিয়া থেকে ৬৮টি মোবাইল ফোনসহ চোর ও ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতাররা হলো- আবুল কালাম (৪৯), মহসিন আলী (৫০), সোহেল রানা (২৪) ও সুজন (২৬)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের চোরাই ও ছিনতাইকৃত ৩৩টি স্মার্টফোন ও ৩৫টি বাটন ফোন জব্দ করা হয়। গত শনিবার রাতে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকা থেকে র্যাব-৪ এর একটি দল তাদের গ্রেফতার করে।
র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- তারা আশুলিয়া, সাভার, আমিনবাজার, গাবতলীসহ বিভিন্ন স্থান থেকে পথচারীদের মোবাইল ফোন ছিনতাই করে অল্প দামে বিক্রি করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।