নিজস্ব প্রতিবেদক: আসন্ন উপ-নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। করোনার মধ্যে পাঁচজন সাংসদ মারা যাওয়ায় এসব আসন শূন্য হয়।গতকাল (শনিবার) সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
আসনগুলো হলো- পাবনা-৪, ঢাকা-৫, সিরাজগঞ্জ-১, ঢাকা-১৮ ও নওগাঁ-৬।
এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচনে যাব না, এ কথা আমরা কখনো বলিনি। তখন কোভিড-১৯ পরিস্থিতির কারণে আমরা নির্বাচনে প্রার্থী দিয়েও সরে এসেছি। এখন যেহেতু সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, তাই আমরা নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
এর আগে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচন বর্জন করে দলটি।
এদিকে, পাবনা-৪ আসনের উপ-নির্বাচনের জন্য আজ (রোববার) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন প্রার্থীদের মধ্যে ফরম বিক্রি করা হবে।