1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

একটা সিদ্ধান্তই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে: পলাশ

  • Update Time : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ১৪৪ Time View

বিনোদন: সংশয় কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে উঠেছে বাংলাদেশ। বিশ্বকাপের মূল এই পর্বে টাইগারদের প্রথম প্রতিপক্ষ শ্রীলংকা। আজ রোববার (২৪ অক্টোবর) বিকালে শারজাহ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

এ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে নিজের ভাবনা ও প্রত্যাশার গল্প বললেন এ সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ। আলাপে তিনি জানালেন, বাংলাদেশ ক্রিকেট নিয়ে তিনি সবসময়ই আশাবাদী।

ছোট বেলায় পলাশেরও স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। সে কথা জানিয়ে তরুণ এই তারকা বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমি সবসময় আশাবাদী। ইনফ্যাক্ট, ছোট বেলায় ক্রিকেটারই হতে চেয়েছিলাম। ইচ্ছা ছিল বিকেএসপিতে ভর্তি হব। কিন্তু বাবা রাজি হননি। স্কুল জীবন থেকেই আমি একজন পূর্ণাঙ্গ ক্রিকেটপ্রেমী। ছোট বেলায় নির্মাণ স্কুল ক্রিকেট খেলেছি নিয়মিত।’

দলের প্রতিটি খেলোয়াড়ের ওপর ভরসা রয়েছে পলাশের। বললেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার নাম হলো এগারোজন খেলোয়াড়। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পরাজয় দিয়ে শুরু করেছিল। কিন্তু এরপর কামব্যাক করে সুপার টুয়েলভে উঠেছে। এখন যেই পজিটিভ এনার্জি আছে তাদের ভেতরে, সেটা যদি পরবর্তী ম্যাচে দিতে পারে, তাহলে আমার মনে রেজাল্ট আমাদের পক্ষেই আসবে।’

শ্রীলংকার বিরুদ্ধে জয় পাওয়ার পূর্ণ সামর্থ্য বাংলাদেশের রয়েছে বলে মনে করেন পলাশ। তার ভাষ্য, ‘শ্রীলংকার টিম সমন্বয় আর বাংলাদেশের টিম সমন্বয়ের মধ্যে আহামরি কোনো পার্থক্য দেখি না। শ্রীলংকাকে হারানোর জন্য যা কিছু দরকার, সবই বাংলাদেশ দলের মধ্যে আছে। তাই মনে হয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আর সঠিক খেলাটাই বাংলাদেশের মোড় ঘুরিয়ে দিতে পারে।’

টাইগারবাহিনীর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে সন্তুষ্ট পলাশ। তিনি বলেন, ‘এবার একটা জিনিস ভালো লাগছে, সেটা হলো মাহমুদুল্লাহ রিয়াদের অধিনায়কত্ব। এটা আলাদা করে বলতেই হবে। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলা দেখে আমার খুবই বিরক্তি লেগেছিল। আমি ভাবতে পারছিলাম না, এটা কি সেই বাংলাদেশ দল, যেটা কিছু দিন আগেই অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জয় করেছে! আসলে এখন দলের অধিকাংশ খেলোয়াড় তো নতুন। এতো বড় একটা টুর্নামেন্টের চাপটা নেয়ার জন্য হলেও তো একটু সময় লাগে। এরপর তারা কিন্তু সুন্দরভাবে কামব্যাক করেছে। এ ক্ষেত্রে মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্সির কিছু বিষয়, সিদ্ধান্ত ভালো লেগেছে।’

তবে বিশেষভাবে বলেছেন দলের রত্ন সাকিব আল হাসানের কথাও। পলাশের ভাষ্য, ‘পাপুয়া নিউ গিনির সঙ্গে খেলার সময় সাকিব আল হাসান যেভাবে সহযোগিতা-সমন্বয় করেছেন, এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। সাকিব তো নিঃসন্দেহে পুরো বিশ্বের শ্রেষ্ঠ একজন খেলোয়াড়, সে জায়গায় কোনো সন্দেহ নেই। তিনি আমাদের দেশের একটা সম্পদ।’

সূত্র: ঢাকা পোস্ট

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..