স্পোর্টস ডেস্ক:সারাবিশ্বের এক আতংকের নাম এখন করোনা ভাইরাস। যার ব্যাতিক্রম নয় বাংলাদেশ ও দিন দিন বেড়েই চলছে করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যু সংখ্যা। বাংলাদেশের কোরোনা আক্রান্ত ঝুকিপূর্ণ জেলা গুলোর মধ্যে নারায়ণগঞ্জ একটি জেলা। প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা।
তবে নিজ জেলা নারায়নগঞ্জে অসহায়, গরীব মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন নাগিন খ্যাত নাজমুল ইসলাম অপু। তিনি তার এলাকার নিম্নবিত্ত পরিবারের জন্য মাইকিং করে, খাবার দিয়ে, ইফতার দিয়ে সাহায্যে করে যাচ্ছেন। এমনিকি পরিবারকেও সময় দিতে পারছেন না তিনি। সারাদিন মানুষকে সাহায্য সহোযোগিতায় ব্যাস্ত থাকছেন তিনি।
এ বিষয় নিয়ে নাজমুল ইসলাম অপু বলেন ;-সারাক্ষণই বাইরে বাইরে দৌড়াচ্ছি যে কারণে বেশকিছু দিন ধরে পরিবার থেকে আলাদা। বাড়ির তিন তলায় থাকছে পরিবার। আমি নিচ তলায়। ইফতার করা হয়নি পরিবারের সঙ্গে। এ নিয়ে স্ত্রীর প্রচণ্ড অভিমান। (হাসি) তবে হ্যাঁ, পরিস্থিতি ভালো হলে পরিবারের সঙ্গে থাকা শুরু করবো।
তিনি আরো বলেন;- মানুষকে যখন ত্রান বিতরণ করছি, তখন মানুষের খুশি, মানুষ জড়িয়ে ধরে দোয়া করা এসব অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না,
সত্যি কথা বলতে মানুষকে যখন খাদ্য সামগ্রী দিচ্ছি তাদের মুখে হাসি দেখলে মন ভালো হয়ে যায়। এক সপ্তাহের খাবার পেয়ে অনেকে জড়িয়ে ধরে কান্না করছেন। মাথায় হাত বুলিয়ে দোয়া করছেন মুরব্বিরা। আসলে এসব অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমিও তাদের সঙ্গে মিশে যাচ্ছি। সান্ত্বনা দিচ্ছি, এই পরিস্থিতি বেশিদিন থাকবে না। একটু ধৈর্য ধরেন। সামনে সব ঠিক হয়ে যাবে। আপনারা ঘরে থাকেন। কয়েকদিন পর বের হইয়েন। মন ভাঙবেন না। যত বাসায় থাকবেন তত বেশি নিরাপদে থাকবেন।’