নিজস্ব প্রতিবেদক: ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তির ২৪ বছর পূর্তিতে পাহাড়ে তিন জেলায় নানা আয়োজন করা হয়েছে । সকাল সাড়ে ১০ ঘটিকায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিউট আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙামাটি ২৯৯ আসনের সাংসদ দীপংকর তালুকদার এমপি । বিশেষ অতিথি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার মোহাম্মদ ইফতেকুর রহমান পিএসপি ,ডিজিএফআই অধিনায়ক কর্ণেল সলমন ইবনে এ রউফ পিএসসি ,জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন ,সভাপতিত্ব করবেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী ।
বিকাল ৩ ঘটিকায় রাঙামাটি শহিদ মিনারে কাপ্তাই হ্রদে উম্মুক্ত নৌকা বাইচ আয়োজন করা হয়েছে । এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সাংসদ দীপংকর তালুকদার এমপি । নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম পুরুস্কার চিরমনি ত্রিপুরা ২য় পুরুস্কার সবিল ত্রিপুরা ৩য় পুরুস্কার যৌথ যুবরাজ ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা । একক ও গ্রুপ প্রতিযোগিদের পুরুস্কার করা হয় ।
বিশেষ অতিথি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার মোহাম্মদ ইফতেকুর রহমান পিএসপি ,ডিজিএফআই অধিনায়ক কর্ণেল সলমন ইবনে এ রউফ পিএসসি ,জেলা প্রশাসকের প্রতিনিধি, পুলিশ সুপার প্রতিনিধি ,সভাপতিত্ব করবেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী । রাঙামাটি বন সার্কেলের বন সংরক্ষক মুহাম্মদ সুবোদার ইসলাম ও রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া প্রমুখ ।