প্রত্যয় ডেস্ক,কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের সমুদ্র সৈকত লাবনী পয়েন্টের অদূরে ঝড়ো বাতাসের কবলে পড়ে ফিশিং ট্রলার ডুবি ঘটনায় নিখোঁজ ৩ জন ,উদ্ধার ১২ জন।
২০ সেপ্টেম্বর রোববার দুপুরের সময় এই দূর্ঘটনা ঘটলেও সাগর উত্তাল থাকায় সন্ধ্যার সময় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উক্ত উদ্ধার অভিযানে ১২ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে আরো ৩ জেলে। ঝড়ো বাতাসের কবলে পড়ে ফিশিং ট্রলার ডুবিতে ১৫ জন জেলের মধ্যে উদ্ধার হওয়া ১২ জন জেলেরা হলেন- চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডুমখালীর মো. আব্দুল নোমান, একই এলাকার মো. সাইফুল ইমলাম, কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার মৃত বশির আহমদের ছেলে নুরুল ইসলাম, চকরিয়ার শাহাব উদ্দিনের ছেলে নুর আলম ও মহেশখালীর ছৈয়দুল্লাহর ছেলে নাছির।
উদ্ধার হওয়া ও নিখোঁজ ৩ জন কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়া, চকরিয়া ও মহেশখালী উপজেলার বাসিন্দা।
ফিশিং ট্রলার ডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট (পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত ) ইমান জালাল উদ্দিন। এই ব্যপারে আরও বিশদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ( পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত ) ইমরান জাহিদ খান। তিনি জানান সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের প্রায় ৩/৪ কিলােমিটার অদূরে বঙ্গোপসাগরের মাঝামাঝি স্থানে এই ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটে । কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের পুলিশ সুপার মােঃ জিল্লুর রহমান রাত ৯ টার সময় ঘটনার সত্যতা স্বীকার করে জানান – মােট ১৫ জন মাঝি – মাল্লার মধ্যে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে । বাকি ৩ জন এখনাে নিখােজ রয়েছে ।
বাকি ৩ জনের উদ্ধার অভিযান অব্যহত থাকবে।
রিপোর্টঃ মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু