সাইদুল ইসলাম, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ায় জানো প্রকল্পের সহায়তায় শনিবার সকালে নির্বাচিত শিক্ষকদের জেমস্ রিফ্রেশন প্রশিক্ষণে অংশ গ্রহন কারী শিক্ষকদের মাঝে প্রশিক্ষণ সনদপত্র ও ব্যাগ বিতরণ করা হয়েছে।
জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার কল্পনা রানী শিক্ষকদের হাতে সনদপত্র ও ব্যাগ তুলেদেন। এসময় উপস্থিত ছিলেন নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সাপ্তাহিক প্রত্যাশার আলোর নির্বাহী সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, জানো প্রকল্পের ফিল্ড অফিসার হরিদাস বর্মণ ও গীতা রানী প্রমূখ। ৪টি ব্যাচে উপজেলার ৪১ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬৩ জন শিক্ষক শিক্ষিকা জেমস রিফ্রেশন প্রশিক্ষণে অংশ নিয়ে ব্যাগ ও সনদপত্র অর্জন করেন।