আহসান উদ্দিন আহমেদ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সীতে কর্তব্যরত নার্সিং অফিসার শফিক মিয়ার উপর বহিরাগত কর্তৃক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) সকালে চিকিৎসা সেবা বন্ধ রেখে মেডিকেল কলেজের ভেতর কর্ত্যবরত নার্সরা ঘন্টব্যাপী মানববন্ধন পালন করেন।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, রবিবার রাতে হাসপাতালের জরুরি বিভাগে ছিনাতাইকারির চুরিকাঘাতে আহত একজনকে নিয়ে আসেন স্থানীয় কয়েকজন যুবক। ইমার্রোজেন্সীতে কর্তব্যরত ডাক্তার রোগী কে দেখে ভর্তিদেন । এসময় হুইল চেয়ারে রোগী নেওয়াকে কেন্দ্র করে হাসপাতালের জিনিসপত্র ভাংচুর ও কর্তব্যরত নার্স শফিক মিয়ার উপর হামলা চালিয়ে মারধর করে।
ঘটনার সাথে জড়িত দোষীদের দ্রæত শাস্তি নিশ্চিত করাসহ হাসপাতালে কর্তব্যরত সকল স্টাফদের ২৪ ঘন্টা নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এসময় হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ হাবিবুর রহমান দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের আশ্বাস দিলে আন্দোলনকারী সকলেই কর্মক্ষেত্রে যোগ দেন।