নিজস্ব প্রতিনিধি:কিশোরগঞ্জে নানান কর্মসূচীর মাধ্যমে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। জেলা প্রসাশন ও জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার ১৫ মার্চ সকালে র্যালী ও পরে জেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাজমুল ইসলাম সরকার। সমসাময়িক পেক্ষাপটে এ বছরে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলার সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বনিক, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মজিবুর রহমান বেলাল, সাবেক সভাপতি মো: বাদল রহমান, কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, কিশোরগঞ্জ ক্যাবের সভাপতি আলম সারোয়ার টিটু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসাইন রনি’সহ বিভিন্ন ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মী।
আলোচনা সভা শেষে শহরের প্রধান প্রধান সড়কে প্রচারণামূলক ট্রাক শোয়ের আয়োজন করা হয়।