নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জের পৌরমেয়র মাহমুদ পারভেজের আয়োজনে শনিবার (১ জানুয়ারি) সকালে পৌরসভায় ৭৯ পাউন্ড ওজনের কেক কেটে পালন করলেন হাওরের কৃতি সন্তান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জন্মদিন।
আজ ছিলো ভাটির শার্দূল সদাহাস্যোজ্জল ও সকলের প্রিয়জন মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের ৭৯তম জন্মদিন। তিনি ১৯৪৪ সালের পহেলা জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
বর্ণাঢ্য ও জমকালো আয়োজনে ৭৯ পাউন্ড কেক কেটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৯তম জন্মদিন।
রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে কেক কাটা ছাড়াও পৌরসভার উদ্দ্যোগে বিতরণ করা শীতার্থদের মাঝে কম্বল ও দিনব্যাপী ফ্রী ব্লাডগ্রুপিং, ডায়াবেটিস পরিক্ষা ছাড়াও প্রাথমিক চিকিৎসাসেবা।
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজের আমন্ত্রনে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন – জেলা পরিষদের চেয়ারমান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্ছুসহ শহরের বিশিষ্ট রাজনৈতিক, পৌরসভার কাউন্সিলারবৃন্দ, সকল কর্মকর্তা-কর্মচারী ও নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।