নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলার শিমুলিয়া এলাকায় প্রতিবেশির হামলায় বানেছা বেগম (৬০) ও রতন মিয়া (৩০) নামে ২ জন খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শিমুলিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার শিমুলিয়া গ্রামের শুকুর মামুদের ছেলে সাদেক (১৮) বাড়ির পাশে রানের পুকুর পারে বসে পায়খানা করছিল। এ সময় প্রতিবেশি রতনের ছেলে শামীম (৮) টর্চ লাইট জ্বালিয়ে যাওয়ার সময় টর্চ লাইটের আলো সাদেকের ওপর পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে সাদেক লাঠি দিয়ে শামীমকে আঘাত করলে শামীম পানিতে পড়ে যায়। পরে আহত শামীমকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে রতন ও তার লোকজন সাদেকের বাড়িতে অভিযোগ দিতে গেলে প্রথমে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বিকেলে সাদেক ও শুকুর আলীর লোকজন প্রতিবেশি রতন ও বানেচার পরিবারের ওপর আক্রমণ করে এ সময় বানেছা ছাড়া আরও চারজন আহত হন।
তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক বানেচা ও রতনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বানেছার ও রতনের মৃত্যু হয়। আহত অন্যরা হলেন, আবু হানিফ, বকুল ও নাজমা।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।