1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

কোথায় মাঠ দখল হয়ে আছে জানান, উদ্ধার করব : মেয়র আতিক

  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৩৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর সরকারি তিতুমীর কলেজের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, ‘আমাদেরকে আপনারা জানান কোথায় মাঠ দখল হয়ে আছে, সবাইকে সঙ্গে নিয়ে আমরা ঢাকা শহরের মাঠগুলো উদ্ধার করব।’ রোববার (২৭ নভেম্বর) সকালে প্রফেসর সালমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন।

মোঃ আতিকুল বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করতে আমি চেষ্টা করে যাচ্ছি। আমরা ঢাকা শহরের সব খেলার মাঠ উদ্ধার করতে চাই। সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। মিরপুরে প্যারিস রোডের মাঠের জায়গায় ৩১টি প্লট হয়ে গিয়েছিল, আমরা তা উদ্ধার করেছি, এখন সেটি একটি মাঠ। বর্তমানে সেখানে সবাই খেলাধুলা করতে পারছে।

ডিএনসিসি মেয়র বলেন, ‘শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। নৈতিকতার শিক্ষা অর্জন করতে হবে। বড়দের ও শিক্ষকদের শ্রদ্ধা করতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে হবে। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা খুবই জরুরি। খেলাধুলা নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখে।’

মাঠ উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ‘উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আগামী ডিসেম্বরের মধ্যে ২৪টি খেলার মাঠ উদ্ধার করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিএনসিসি মেয়র আরও বলেন, ‘খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও অংশগ্রহণ বাড়াতে হবে। আমাদের নারীরা অনেক এগিয়ে গেছে। কিছুদিন আগে নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে।’

সরকারি তিতুমীর কলেজ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২২ এ অংশ নিয়েছে কলেজের ২২টি বিভাগ। এছাড়াও নারী শিক্ষার্থী ফুটবলারদের জন্য আলাদা দুটি দল রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো তিতুমীর কলেজে ছাত্রীদের অংশগ্রহণে প্রীতিলতা একাদশ বনাম সুলতানা একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন। বক্তৃতা শেষে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম নানা রঙের বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজনের আহ্বায়ক শিক্ষক মোজাফফর হোসেন, ২০নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নাছির, ৩৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম বাছেক, তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মালেকা বানু, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল, সাবেক সভাপতি আমজাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মানিক হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..