প্রত্যয় ডেস্ক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন (এমপি) বলেছেন, কোন চিনিকল বন্ধ করে দিয়ে বেসরকারি খাতে দেয়ার কোন ইচ্ছে নেই সরকারের। বরং চিনিশিল্পকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে এই সরকার। তারই ধারাবাহিকতায় বহির্বিশ্বের বিভিন্ন উন্নত দেশের চিনিকলের আদলে এই চিনিকলগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। সুগারবিট থেকেও যেন চিনি আহরণ করা যায় সেই ব্যবস্থা রাখা হবে।
বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও সুগারমিল পরিদর্শনে এসে এসব কথা বলেন শিল্পমন্ত্রী। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার দেশে কর্মসংস্থান সৃষ্টি করা। এরই অংশ হিসাবে ঠাকুরগাঁও চিনিকলের সৃষ্টির উদ্যোগ নেয়া হয়েছে। পোষ্যদের পাশাপাশি চিনিখাদ্য করপোরেশনের আয়তায় নতুন লোক নিয়োগ করা হবে। সেই সাথে চিনিকলের এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি পড়ে না থাকে সেজন্য বিভিন্ন ইনভেস্টারের মাধ্যমে বিনিয়োগের চিন্তাভাবনা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক ড.কামরুজ্জামান সেলিম সহ জেলা উপজেলার নেতৃবৃন্দরা।
বিকেলে সার্কিট হাউজে উত্তরাঞ্চলের ৯ টি চিনিকলের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রিপোর্টঃ বদরুল ইসলাম বিপ্লব