প্রত্যয় নিউজ ডেস্কঃ ১০ বছর পর ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতার ফাইনালে এসেও খালি হাতে ফিরতে হলো ইন্টার মিলানকে। সুযোগ পেয়েও ব্যর্থ হওয়ার পর এবার ক্লাব ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ইন্টার মিলান কোচ অ্যান্তোনিও কন্তে।
ম্যাচ শেষে তিনি বলেন, আমি ছেলেদের প্রতি কৃতজ্ঞ। তারা কঠোর পরিশ্রম করেছে। প্রতিটি ক্ষেত্রে তারা উন্নতি করেছে। তবে আমি তাদের ট্রফির স্বাদ এনে দিতে পারলাম না। ক্লাব থেকেও আমাদেরকে প্রতি মুহূর্তে সমর্থন দেয়া হয়েছে। ১০ বছর পর ফাইনালে উঠেছিলাম; কিন্তু শূন্য হাতেই ফিরতে হচ্ছে। ক্লাব এবং সমর্থক সবার কাছে আমি ক্ষমা চাইছি।
দশটা বছর অপেক্ষার পর ইউরোপের কোনো মঞ্চের ফাইনালে ইন্টার মিলান। মৌসুমটাও কেটেছে বেশ দারুণ। ইতালিয়ান লিগ সিরিআ’য় মাত্র ১ পয়েন্টের জন্য লিগ জেতা হয়নি। তবে ইউরোপা লিগটাই ছিল শেষ ভরসা। একে একে সব বাধা পেরিয়ে ফাইনালেও উঠে আসে কন্তে বাহিনী। তবে শেষটা রাঙানো হলোনা। সেভিয়ার কাছে হেরে শুন্য হাতে ফিরতে হলো। বাড়লো শিরোপা উদযাপনের অপেক্ষাও। সবমিলিয়ে ক্লাব আর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন কোচ অ্যান্তোনিও কন্তে।
এমন হারের পর গুঞ্জন উঠেছে কন্তে ছাড়তে পারেন নেরাজ্জুরিদের দায়িত্ব। তবে এ নিয়ে এখনই মন্তব্য করতে রাজি হননি তিনি।
তিনি বলেন,আমি কোচের দায়িত্বে থাকবো কি থাকবো না, সেটা নিয়ে কথা বলার যথার্থ সময় এটি নয়। এ বিষয়ে আমাদেরকে আরো আলোচনা করতে হবে।
এর আগে ফাইনাল শেষে স্কাই স্পোর্টস ইতালিয়াকে দেয়া সাক্ষাতকারে ইন্টার মিলান ছাড়ার কথা জানান কন্তে। গেল মৌসুমে চেলসি ছেড়ে ইন্টার মিলানের কোচের দায়িত্ব নেন এই ইতালিয়ান।
ডিপিআর/ জাহিরুল মিলন