নিজস্ব প্রতিবেদক: নির্মিত হচ্ছে ‘বঙ্গবন্ধু বায়োপিক’। এবার ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে যুক্ত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। গত সোমবার (১৫ নভেম্বর) বিকেলে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন তিনি। এ সিনেমায় বেগম খালেদা জিয়ার চরিত্রে দেখা যাকে তাকে।
বিষয়টি নিয়ে শাম্মী বলেন, ‘নিঃসন্দেহে ঐতিহাসিক একটি সিনেমা হতে যাচ্ছে। তার সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দবোধ হচ্ছে। এটি সত্যি আমার জন্য সৌভাগ্যের। ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব।’
চলতি বছর জানুয়ারিতে এ সিনেমার শুটিং শুরু হয়েছিল মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় এটি নির্মাণ করছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল।
চলতি বছর মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে গেছে। আসছে বছর বঙ্গবন্ধুর জন্মদিনে মুক্তির পরিকল্পনা নিয়ে কাজ করছে টিম। শিগগিরই সিনেমাটির বাংলাদেশ অংশের শুটিং শুরু হবে বলে জানা গেছে।