রাকিব শান্ত, ব্যুরোপ্রধান উত্তরবঙ্গঃ চিকিৎসায় অবহেলা করে পরিকল্পিত ভাবে মারাডোনা কে হত্যা করা হয়েছে, এমন সন্দেহের তীর নিউরোসার্জন লিও পলতো লুকের দিকে। আর্জেন্টিনার বিচার বিভাগের নির্দেশে এই মুহুর্তে তদন্তের কাজ শুরু হয়েছে , তবে এই অভিযোগ অস্বীকার করছেন মারাদোনার মস্তিস্কে অস্ত্রোপচার করা এই চিকিৎসক। বরং মারাদোনার বাসার পাশে কেনো এ্যাম্বুলেন্স ছিলনা এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন লুক।
ধুম্রজাল তৈরী হয়েছে মারাদোনার মৃত্যুকে ঘিরে। মস্তিস্কে অস্ত্রোপচারের ২ সপ্তাহ পর মারা যান আর্জেন্টাইন এই ফুটবল তারকা। স্বাভাবিক মৃত্যু নয় ,পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে সাবেক এই আর্জেন্টাইন ফুটবল তারকাকে, এমনটাই আশংকা করা হচ্ছে।
নিউরোসার্জন লুক’ই মারাদোনার মস্তিস্কে অস্ত্রোপচার করেন। তিনি মারাদোনার চিকিৎসার সার্বিক দ্বায়ীত্বে ছিলেন। বুয়েন্স আয়ার্সের প্রসিকিউটরদের অনুরোধে এই চিকিৎসকের বাসা ও ক্লিনিকে অনুসন্ধানের নির্দেশ দেয় আর্জেন্টিনার বিচার বিভাগ। সেই নির্দেশে পুলিশের ৩০ সদস্যের একটি দল তল্লাশি চালায়। ডাঃ লুকের কম্পিউটার, মোবাইল ফোন ও মেডিকেল নোট খতিয়ে দেখা হয়। বুয়েন্স আয়ার্সের যে ক্লিনিকে মারাদোনা ভর্তি ছিলেন, সেই ক্লিনিকেও তল্লাশি করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় মারাদোনার চিকিৎসার দ্বায়ীত্বরত নার্সদের।
তদন্তের রিপোর্ট এখনও প্রকাশ না হলেও মারাদোনার চিকিৎসকের সঙ্গে মারাদোনার দ্বন্দ ছিলো এমন সন্দেহ প্রসিকিউটরদের। তবে এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করছেন ডঃ লুক। বরং মারাদোনাকে নিয়ে আবেগঘন বার্তা দেন তিনি।
এসব প্রসঙ্গে লুক বলেন, “আমি মারাদোনার যত্ন নিয়েছি, তাঁকে বাঁচানোর চেষ্টা করেছি। এটাই কি আমার দোষ ছিল? মারাদোনা তার বাসায় গিয়ে কিভাবে সুস্থ্য থাকবে তা তো আমার দেখার বিষয় না। আমি নিউরোসার্জন, আমার কাজ আমি ঠিকভাবে পালন করেছি। আমরা সবায় চাইতাম মারাদোনা যেন মাদক থেকে দূরে থাকে, তিনি কি চাইতেন?
মারাদোনার চিকিৎসকের দিকে তীর ছোরা হচ্ছে, কিন্তু লুকের অভিযোগ মারাদোনার অনিয়ন্ত্রিত জীবনযাপনের দিকে। শৃঙ্গলাবিহীন জীবন ই মারাদোনার জন্যে কাল হয়েছে বলে মনে করেন তিনি। লুক আরও জানান, মাদক নিরাময় কেন্দ্রে যেতে চাইতেন না মারাদোনা। শেষদিকে প্রচন্ড অবসাদে ভুগছিলেন আর্জেন্টাইন কিংবদন্তী।
সোর্সঃ নিউইয়র্ক টাইমস, ফোর্বস ইন্ডিয়া, প্রেসবোল্ট নিউজ।