রাঙামাটি প্রতিনিধি : কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মানাধীন ভাস্কর্য ভাংচুর ঘটনার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামীলীগ -যুবলীগের পৌর ও সদর উপজেলা শাখা।
শুক্রবার রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাস্কর্য হাতের ও মুখের অংশ বিশেষ ভাংচুর করেছে দুবৃক্তরা । সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্য্যলয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর,সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জমান রোমান, প্যানেল মেয়র জামাল উদ্দীন, জেলা শ্রমিক লীগের সভাপতি শামসুল আলম,সাবেক ছাত্রলীগৈর সভাপতি রোকন জেলা মৎস্যলীগের সভাপতি উদায়ন বড়–য়া,জেলা কৃষকলীগ,স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্ধ ।
বক্তরা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মানাধীন ভাস্কর্য ভাংচুর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দুর্বৃক্তদের দ্রুত গ্রেফতার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।
সমাবেশ চলাকালে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশে যোগ দেয় ।