ক্রমশ বাড়ছে সংক্রমণ। ঠান্ডা পড়লেই করোনার সংক্রমণ আরও বাড়বে। এমনটাই আশঙ্কা ডাক্তারদের। আর সে কারণে এখন থেকেই সাধারণ মানুষকে সাবধান থাকার কথা বলা হচ্ছে। অন্তত ভ্যাকসিন না আসা পর্যন্ত সোশ্যাল ডিসটেন্স, মাস্ক পড়ার কথা বলা হচ্ছে। তবে এরই মধ্যে কিছুটা হলেও আশার কথা শোনা যাচ্ছে !
আগামী বছরের জুনের আগেই ভ্যাকসিন আনার জন্যে জোর কদমে চলছে লড়াই। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর সঙ্গে হাত মিলিয়ে করোনাভাইরাস ভ্যাকসিন কোভ্যাক্সিন তৈরি করছে ভারত বায়োটেক।
আর তা যাতে জুনের আগেই ভারতের বাজারে নিয়ে আসা যায় সেই কারণে দিন-রাত এককরে লড়াই চালিয়ে যাচ্ছেন গবেষকরা। প্রকাশিত খবর অনুযায়ী, সরকার জরুরিকালীন ভিত্তিতে আগেভাগে ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিলে আগামী বছরের জুনের মধ্যে আসবে কোভ্যাক্সিন।