ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ জনে।এদিকে গত ২৪ আরো ৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৮২ জনে।তন্মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ৩৪৯ জন।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার সকালে করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান জেলার পীরগন্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের অবসর প্রাপ্ত প্রাথমিক শিক্ষক ইজাবুল হক (৬৫)।গত রোববার (৯ আগষ্ট) করোনা পজেটিভ রিপোর্ট আসে তার। তাকে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন ছিলেন।পরে তার অবস্থার অবনতি হলে রোববার হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বাড়িতে ফেরত পাঠায়।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহামান সরকার জানান, গত ২৪ ঘন্টায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৯ জন এবং ঢাকা শের-ই-বাংলা নগর ন্যাশনাল ইনস্টিটিউিট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারাল সেন্টার হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে একইদিনে জেলায় ৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা হিসেবে এটাই সর্বোচ্চ ।
সিভিল সার্জন অফিসের তথ্যমতে,নতুন আক্রান্তরা হলেন- সদর উপজেলায় ২৫ জন, বালিয়াডাঙ্গী উপজেলার-৪ জন এবং রানীশংকৈল উপজেলায়-০৬ জন । সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, সর্বশেষ আক্রান্ত ৩৫ জন সহ মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮২ জন।এখন পর্যন্ত জেলায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮২ জন । যাদের মধ্যে ৩৪৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে বাড়ী ফিরেছেন । মারা গেছেন ১২ জন ।