বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশ ১শ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার ভোর সাড়ে ৩ টায় বনগাঁও বাজার এলাকার শুকানী গ্রামের মসজিদের পাশ থেকে তাকে আটক করে।
হরিপুর থানার পুলিশ জানায়, গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে পূর্ব থেকে ওৎ পেতে থাকে পুলিশ। আটককৃত আসামী ও তাঁর সঙ্গীয় মাদক ব্যবসায়ীরা ভূট্রা ক্ষেত দিয়ে রাস্তায় ওঠার সময় পুলিশ তাঁদের গতিরোধ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পুলিশ তাদের সহযোগী মহসিন আলী (৩৫) নামে একজনকে ধরতে ধরতে সক্ষম হয়। অপর ৪ মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
আটককৃত মহসীন আলীর বাড়ী হরিপুর উপজেলার ১নং গেদুরা ইউনিয়নে। তাঁর পিতার নাম নুর মোহাম্মদ। আটক মহসীন দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল।
হরিপুর থানার অফিসার ইনচার্জ মো. আওরঙ্গজেব জানান, এ ঘটনায় মাদদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক অপর চারজন আসামীকে চেষ্টা চলছে এবং টহল তৎপরতা আরো জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত মহসিনকে জেল হাজতে পাঠানো হয়েছে।