নিজস্ব প্রতিবেদক: ঢাকা–১৮ ও সিরাজগঞ্জ–১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। এই দুটি আসনে আগামী ১২ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে। সোমবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে কমিশনের ৭১তম সভায় ভোটের এই দিনক্ষণ চূড়ান্ত করা হয়। নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব মো. আলমগীর এ দুই নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ সময় ১৩ অক্টোবর, যাচাই–বাছাই ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২২ অক্টোবর এবং ভোটগ্রহণ ১২ নভেম্বর। দু’টি আসনের উপনির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ভোট হবে বলে সচিব জানান।
উল্লেখ্য, গত ১ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মাদ নাসিমের মৃত্যুর মধ্যে দিয়ে সিরাজগঞ্জ–১ আসনটি শূন্য হয়। অপরদিকে, গত ৯ জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যুর মধ্য দিয়ে ঢাকা–১৮ আসনটি শূন্য হয়।