স্পোর্টস ডেস্ক: ভারত বিশ্বকাপে স্বাগতিকদের কাঁদিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। এরপরই আবার সেই ভারতের বিপক্ষে শিডিউল করা ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া।
এবার বিশ্বকাপে যেন হারের প্রতিশোধ নিচ্ছে ভারত। ঘরের মাঠে প্রথম ২ ম্যাচের দুটিতেই জিতেছে স্বাগতিকরা। আজ মঙ্গলবার গোয়াহাটিতে সিরিজ নিশ্চিতের ম্যাচে নামছে ভারত।
বিশ্বকাপের উজ্জ্বল দলের এই পরিণতির বিষয়ে অসি অধিনায়ক প্যাট কামিন্সের কাছে জানতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার সাংবাদিকরা। সিডনি ক্রিকেট মাঠে সে প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।
প্যাট কামিন্স বলেন, ‘তারা মানুষ, কোনো রোবট নয়। বিশ্বকাপে তারা সবটা দিয়ে খেলেছে। এরপর আরও কয়েকটি ম্যাচ খেলেছে। আমি সম্ভবত ক্ষুব্ধ হবো না, যদি তারা শতভাগ দিয়ে খেলতে না পারে। এখনো অস্ট্রেলিয়ার জন্য ক্রিকেট খেলে তারা। এসব সিরিজ তরুণদের জন্য একটি বড় সুযোগ, যারা একাদশে খেলার সুযোগ পায় না। আমি মনে করি, তাদের বের করে আনার জন্য এগুলো গুরুত্বপূর্ণ সিরিজ।’
৫ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ভারতকে ২০৯ রানের বিশাল লক্ষ্য দিয়েও ২ উইকেটে হেরে যায় অসিরা। পরের ম্যাচে আগে ব্যাট করতে নেমে সফরকারীদের ২৩৬ রানের আরও বড় লক্ষ্য দেয় ভারত। ওই ম্যাচে স্বাগতিকদের কাছে ৪৪ রানে হারে অস্ট্রেলিয়া। ফলে সিরিজে ২-০ তে এগিয়ে ভারত।