তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধি: “বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা মৎস অফিস কর্তৃক জাতীয় মৎস সপ্তাহ-২০২১ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, গতকাল শনিবার জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস কার্যালয়ে সকাল ১১টায় মৎস কর্মকর্তা অমিত পন্ডিতের সভাপতিত্বে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি মৎস কর্মকর্তা আবু সাদাত মো.সায়েম, মৎস সম্প্রসারণ কর্মকর্তা নারায়ণ দেবনাথ,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুকুট দাস মধু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন,সাংবাদিক রবীন্দ্র সরকার সহ স্থানীয় গণমাধ্যমের কর্মীরা।
উপজেলা মৎস কর্মকর্তা অমিত পন্ডিত জানান,২৮ আগষ্ট থেকে ০৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস সপ্তাহ-২০২১ উপলক্ষে অত্র উপজেলায় কিভিন্ন কর্মসূচীর মধ্যে প্রচার প্রচারণা ও বিভিন্ন পুকুরে পোণামাছ অবমুক্তকরণ উল্লেখযোগ্য।তিনি ১৫আগষ্টে শাহদতবরনকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে বলেন,’নিরাপদ মাছে ভরবো দেশ-মুজিব বর্ষে বাংলাদেশ’ এই পতিপাদ্য বাস্তবায়নে আমাদের অত্র উপজেলার যেখানেই জলাশয় আছে সেখানেই মৎস চাষ করার জন্য এলাকার জনগনকে উদ্বুদ্ধ করছি। আমরা সর্বোচ্চ সেবাপ্রদান করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।