নিজেকে কখনও একাধিক অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপের সঙ্গে আবার কখনো ‘সুপার উইম্যান’ গাল গ্যাডোটের সঙ্গে তুলনা করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কিন্তু তার মনে একটাই দুঃখ, বলিউডের কেউ তার প্রশংসা করে না।
যদিও কঙ্গনার দাবি, অনেকেই তার প্রশংসা করতে চান। কিন্তু ‘মুভি মাফিয়া’দের ভয়ে তা করতে পারেন না। তারা কারা? সেই প্রশ্নের জবাব বৃহস্পতিবার (৮ এপ্রিল) টুইটারে দিয়েছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন।
তিনি দাবি করেছেন, ‘থালাইভি’ (Thalaivi) ছবির ট্রেলার দেখার পর অক্ষয় কুমার (Akshay Kumar) তাকে গোপনে ফোন করেছিলেন। আবার অভিনয়ের প্রশংসাও করেছিলেন।
গত কয়েক দিন আগে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন অক্ষয় কুমার। তিনি জানিয়েছিলেন, স্থিতিশীল আছেন। তবে সুরক্ষার কথা মাথায় রেখে হাসপাতালে ভর্তি হয়েছেন।
Bollywood is so hostile that even to praise me can get people in trouble,I have got many secret calls and messages even from big stars like @akshaykumar they praised @Thalaivithefilm trailer to sky but unlike Alia and Deepika films they can’t openly praise it. Movie mafia terror. https://t.co/MT91TvnbmR
— Kangana Ranaut (@KanganaTeam) April 7, 2021
এ পরিস্থিতিতে টুইটারে কঙ্গনা লেখেন, ‘বলিউডে এতটাই হিংসা ভর্তি যে, কারও প্রশংসা করার জন্য কাউকে বিপদে পড়তে হতে পারে, আমি অনেক গোপন ফোন আর মেসেজ পেয়েছি। এমনকি অক্ষয় কুমারের মতো বড় তারকাও থালাইভি সিনেমার ট্রেলার দেখে প্রচুর প্রশংসা করেছেন। কিন্তু দীপিকা কিংবা আলিয়ার সিনেমার মতো তারা প্রকাশ্যে প্রশংসা করতে পারেন না। মুভি মাফিয়াদের সন্ত্রাসের জন্য।’
চিত্রনাট্যকার অনিরুদ্ধ গুহর টুইটারের প্রেক্ষিতেই এ কথা লিখেছেন কঙ্গনা। গত ২৩ মার্চ ‘থালাইভি’র ট্রেলার প্রকাশ্যে এসেছিল। ছবিতে দুঁদে রাজনীতিবিদ জয়ললিতার চরিত্র ফুটিয়ে তুলেছেন কঙ্গনা। সমস্ত বাধা-বিপত্তি-অপমানকে হারিয়ে তামিলনাড়ুর ‘আম্মা’ হয়ে উঠেছিলেন জয়ললিতা।
ছয়বার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। এমন চরিত্র সম্পর্কে কথা বলতে গিয়ে ছবির ট্রেলার লঞ্চে কেঁদে ফেলেছিলেন কঙ্গনা। জানিয়েছিলেন, তাকেও অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়। অবশ্য কোনো কিছুতেই হার মানেন না বলিউডের কঙ্গনা।