প্রত্যয় ডেস্ক, আরাফাত রায়হান, চবি প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল । শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য সন্তান বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি ১৯৭২ সালের যে স্বপ্ন নিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন তা বাস্তবায়ন ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগের নবনির্বাচিত সদস্যরা কাজ করবেন ইনশাআল্লাহ। যুবসমাজের আলোর দিশারি হয়ে আবার আগের নেয় কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এবং বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক, দক্ষ, মেধাবী এবং ত্যাগী কিছু ভাইদের মূল্যায়ন করার জন্য।
আমাদের নেতা কর্মীরা আজকে আনন্দিত এবং অনুপ্রাণিত। তারা দেশের জন্য, দেশরত্ন শেখ হাসিনার জন্য এবং চট্টলরত্ন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের জন্য আরো অনেক বেশি কাজ করতে প্রস্তুত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ৬ জন নেতা এবার আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে নির্বাচিত হয়েছেন। এরা হলেনঃ
১) মঞ্জুর আলাম, প্রেসিডিয়াম সদস্য (০২) বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সাবেক সফল সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
২) কাজী মোঃ মাজহারুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক (১ )বাংলাদেশ আওয়ামী যুবলীগ,কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সাবেক সফল সভাপতি,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
৩) ইন্জিনিয়ার মো শামীম খান
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
বাংলাদেশ আওয়ামী যুবলীগ
কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সাবেক সহ-সভাপতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
৪) মো নাসির উদ্দিন মিন্টু
সহ-সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ
কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সাবেক পরিবেশ সম্পাদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।।
৫) মহসিন করিম রিয়েল
সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ
কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সাবেক সহ সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ।
৬) অমিত কুমার বসু
সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ
কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সাবেক সহ সভাপতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
প্রসঙ্গত ২০১৯ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসে চেয়ারম্যান পদে শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক পদে মাঈনুল হোসেন খান নিখিল নির্বাচিত হন। শনিবার(১৪ নভেম্বর) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।