প্রত্যয় ডেস্ক, ভোলা জেলা প্রতিনিধিঃ নির্বাচনী প্রতিশ্রুতি পুরনে মন্ত্রনালয়ে নিজেই ফাইল নিয়ে ছূটে বেড়াচ্ছেন এমপি মুকুল
মনের গভীর থেকে করা কোন চেষ্টাই বিফলে যায় না। তার সবচেয়ে বড় উদহারন রেখেছেন আমাদের সকলের প্রিয় মুখ, ভোলা-২ আসনের আম জনতার নেতা জনপ্রিয় সাংসদ আলী আজম মুকুল।
প্রথম বার (দশম জাতীয় সংসদ) এমপি নির্বাচিত হবার পর প্রথম টার্গেট ছিল বোরহানউদ্দিন ও দৌলতখানকে নদী ভাঙনের হাত থেকে সুরক্ষিত করা। সেই লক্ষে দিনের পর দিন ছুটেছেন সরকারী বিভিন্ন দফতরে। অবশেষে তিনি সফলতার মুখও দেখেছেন। ৫৫১ কোটি টাকায় সাড়ে ৯ কিলোঃ সিসিব্লক প্রকল্প অনুমোদন করিয়েছেন। যা এখন দৃশ্যমান।
২য় বার এমপি নির্বাচিত হবার পর, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রচন্ড রকমের চেষ্টা অব্যাহত রেখেছেন, দৌলতখানের ভবানীপুর থেকে চরপাতার কাজি বাড়ি পর্যন্ত সিসি ব্লকের প্রকল্পটি অনুমোদনের। শুরু হয় পানি সম্পদ মন্ত্রণালয়ের একের পর এক জটিলতা। এরই মধ্যে বাধ সাধে করোনা ভাইরাস। স্থবির হয়ে পরে সকল কর্মকান্ড।
এরপর পরিস্থিতি একটু শিথিল হতেই আবারো ছুটে চলা। সর্বশেষ উল্লেখিত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও অতিরিক্ত সচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মহোদয়কে দিয়ে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করিয়েছেন। অবশেষে বৃহস্পতিবার প্রকল্পের ফাইলটি পানি সম্পদ মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়েছে। এর মধ্য দিয়ে প্রকল্পটি অনুমোদনের কাজের অগ্রগতি হলো।
রবিবার এমপি মহোদয় নিজেই আগের মতো করে পরিকল্পনা কমিশনে যাবেন বাকি কাজ সমাপ্ত করতে। পরিকল্পনা থেকে ফাইলটি ছাড়পত্র পেলেই একনেকে অনুমোদনের জন্য অপেক্ষা।
রিপোর্টঃ আরফাত হোসেন আলিফ