1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

‘নোম্যাডল্যান্ড’ দিয়ে অস্কারে ইতিহাস গড়লেন এশিয়ার ক্লোয়ি ঝাউ

  • Update Time : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ১৯৯ Time View

৯৩তম অস্কারে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘নোম্যাডল্যান্ড’। এর মধ্য দিয়ে প্রথম এশীয় এবং দ্বিতীয় নারী হিসেবে সেরা পরিচালকের খেতাব জিতে ইতিহাস গড়লেন চীনের ক্লোয়ি ঝাও। এর আগে ২০০৯ সালে ‘দ্য হার্ট লকার’ ছবিটি পরিচালনার সুবাদে প্রথম নারী পরিচালক হিসেবে অস্কার পেয়েছিলেন ক্যাথরিন বিগলো।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, করোনা মহামারির মধ্যেও জমকালো আয়োজনে দুটি ভেন্যুতে বসেছে অস্কারের ৯৩তম আসর। বাংলাদেশ সময় সোমবার (২৬ এপ্রিল) ভোর ৬টায় লস অ্যাঞ্জেলসে বসে এবারের আসর। তারকাদের সরব উপস্থিতি দেখা গেছে জমকালো এই আয়োজনে।

আয়োজনে সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতা নোম্যাডল্যান্ডে ক্লোয়ি ঝাও ষাটোর্ধ্ব এক বিধবা নারীর জীবন সংগ্রামের গল্প তুলে ধরেছেন। চাকরি হারানোর পর কীভাবে মাত্র একটি ভ্যানকে সম্বল করে জীবনযুদ্ধে বিজয়ী হন তিনি, তা নিয়েই এই ছবি। পরিচালনার পাশাপাশি এই ছবির গল্প লেখা, নির্দেশনা ও প্রযোজনার দায়িত্বও সামলেছেন ৩৯ বছরের ক্লোয়ি ঝাও।

অস্কারের ট্রফিটি হাতে তুলে স্বাভাবিকেভাবেই উচ্ছ্বসিত তিনি। মঞ্চ থেকেই নোম্যাডল্যান্ডের সঙ্গে জড়িত প্রতিটি কলাকুশলীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অস্কার বিজয়ী পরিচালক।

এবারের আসরে অন্যান্য পুরস্কার জিতেছেন-

সেরা অভিনেতা- অ্যান্টনি হপকিন্স (দ্য ফাদার)।

সেরা পার্শ্বচরিত্র (পুরুষ)- ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসাইয়া)।

সেরা পার্শ্বচরিত্র (নারী)- ইউন ইউ-জুং (মিনারি)।

সেরা সিনেমাটোগ্রাফি- ম্যাঙ্ক।

সেরা আন্তর্জাতিক কাহিনিচিত্র- অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)।

সেরা নিজস্ব চিত্রনাট্য- প্রমিসিং ইয়ং ওম্যান (ইমেরাল্ড ফেনেল)।

সেরা সাহিত্যভিত্তিক চিত্রনাট্য- দ্য ফাদার (ক্রিস্টোফার হ্যাম্পটন এবং ফ্লোরিয়ান জেলার)।

সেরা অ্যানিমেশন চলচ্চিত্র- সোল।

ভিজুয়াল ইফেক্টস- টেনেট।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..