শেখ সাখাওয়াত হোসেন পাবনা (জেলা) প্রতিনিধি: পাবনায় ব্যবসায়ীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছে দূর্বৃত্তরা। মোহাম্মদ শামস ইকবাল নামের ঐ ব্যবসায়ীর সাহসিকতায় ছিনতাইকারীরা ব্যর্থ হলেও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি।
আহত শামস ইকবালকে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১ অক্টোবর) রাত আটটার দিকে পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী শামস গ্রামীন ফোনের আঞ্চলিক ডিলার। তিনি সদর উপজেলার মালঞ্চি গ্রামের এস এম সারওয়ার হোসেনের ছেলে।
ব্যবসায়ী শামস ইকবাল জানান, শনিবার রাতে তিনি আতাইকুলা এলাকা থেকে ব্যবসায়ীক লেনদেনের ১৫ লক্ষ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে পাবনায় ফিরছিলেন। হঠাৎ রাজাপুর এলাকায় পেছন থেকে আসা মোটরসাইকেল আরোহীরা তার টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করে। তিনি দ্রুত সামনে এগিয়ে গেলে দূর্বত্তরা পর পর কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এর একটি গুলি তার বাম হাতে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় শামস না থেমে সামনে এগিয়ে গেলে পিছু ছাড়ে ছিনতাইকারীরা।
পরে, স্থানীয়রা ব্যবসায়ী শামসকে উদ্ধার করে শামসকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জুয়েল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শামস ইকবালকে চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে। তিনি আপাতত আশংকামুক্ত। ছিনতাই চেষ্টার ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। সন্ত্রাসীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। সাম্প্রতিক সময়ে পাবনায় ছিনতাইকারীদের তৎপরতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। গত এক মাসে পৃথক ঘটনায় কয়েকজন ব্যবসায়ীর ১৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শহরের শিবরামপুর, কাঁলাচাদপাড়া ও শালগাড়ীয়া এলাকায় দিনে দুপুরেও ঘটছে ছিনতাইয়ের ঘটনা। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয়রা।