স্টাফ রিপোর্টার: করোনা পরিস্থিতি মোকাবেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা লাইট হাউজের আয়োজনে বগুড়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে জুম এ্যাপস্ এর মাধ্যমে এক ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১টায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে বক্তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভ‚মিকা, সামাজিক নিরাপত্তা বেস্টনীর জন্য করণীয়, করোনা ভাইরাস পরীক্ষায় ফি নির্ধারণ গরীবের জন্য বাধা কিনা, স্থানীয় সরকার, গণমাধ্যম এবং নাগরিক সমাজের ভ‚মিকা নিয়ে আলোচনা করা হয়।
দাতা সংস্থা ইউএসএইড, ইউকেএইড এর আর্থিক এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর কারিগরি সহযোগিতায় কোভিড-১৯ অ্যাডভোকেসি অ্যান্ড রেসপন্স কর্মসূচীর আওতায় এ সভার আয়োজন করে লাইট হাউজ।মতবিনিময় সভায় সরকারি সেবা সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌছানোর লক্ষ্যে এবং সরকারি সেবায়, স্বাস্থ্য খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনঅংশগ্রহণ নিশ্চিত করণের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের মাঠ প্রশাসনের সমন্বয়, নাগরিক সমাজ ও গণমাধ্যমকে যুক্ত করার মাধ্যমে কোভিড-১৯ মোকাবেলায় ও সহায়তা কার্যক্রমকে শক্তিশালী করার দাবি জানানো হয়। সভায় বক্তারা আরো বলেন, করোনা শনাক্তের হার মাঝে কমলেও এর হার বগুড়ায় আবার বেড়েছে। এটি যাতে না ছড়ায় তার জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। একাজে লাইট হাউস এর মতো বিভিন্ন সংস্থার এগিয়ে আসা প্রয়োজন।
কোভিডের পাশাপাশি বন্যায় বগুড়ার জন্য একটি বড় সংকট তৈরী করেছে যা সমন্বিতভাবে মোকাবেলা করতে হবে। সেই সাথে কেন্দ্রীয় সরকারের দেয়া প্রনোদনা স্থানীয় সরকার কর্তৃক প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী তথা হিজরা/তৃতীয় লিঙ্গের মানুষ, পেশাদার যৌনকর্মী, দালিত, আধিবাসীরা সেবা প্রাপ্তিতে যাতে অগ্রাধিকার পায় তার জন্য গণমাধ্যমের মধ্যদিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়।লাইট হাউস এর প্রধান নির্বাহী মো. হারুন অর রশিদ এর স ালনা ও সার্বিক ব্যবস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের অ্যাডভোকেসি স্পেশালিস্ট ইফফাত জেরিন।
সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাবেক সভাপতি আখতারুজ্জামান, এটিএন নিউজ এর উত্তরা লীয় ব্যুরো প্রধান চপল সাহা, দৈনিক বগুড়ার বাদল চৌধুরী, সমকালের বগুড়া ব্যুরো প্রধান মোহন আকন্দ, যমুনা টেলিভিশনের মেহেরুল সুজন, চ্যানেল ২৪ এর ফরহাদুজ্জামান শাহী, দৈনিক করতোয়ার হাফিজা বিনা, সমকালের এস.এম কাউছার, বাংলা বুলেটিনের তানসেন আলম, উত্তরের দর্পনের সাজেদুর রহমান সিজু, দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, প্রমুখ।