রাকিব শান্ত,ব্যুরো প্রধান, উত্তরবঙ্গঃ মোস্তাফিজুর মানিক পরিচালনায় নতুন সিনেমা – “যাও পাখি বলো তারে”র শুটিং শুরু হয়েছে ১২ ফেব্রুয়ারী শুক্রবার থেকে। এই বিষয়ে পরিচালক মোস্তাফিজুর মানিক জানান, সিনেমার ৮০ ভাগ শুটিং হবে বগুড়াতে।
আজ ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাটের যমুনার পারের নয়নাভিরাম পরিবেশে সিনেমাটির শুটিং চলাকালে তিনি আরো বলেন, ৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা শুটিং করব বগুড়ায়। এই সিনেমার মাধ্যমে মাহিয়া মাহির সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধলেন আদর আজাদ, অপরদিকে ৬ বছর পর আবারও মাহিয়া মাহির সঙ্গে কাজ করছেন শিপন মিত্র।
পরিচালক দৈনিক প্রত্যয় কে জানায়, আসাদ জামানের কাহিনী ও চিত্রনাট্যে ত্রিভুজ প্রেমের গল্পে সিনেমাটি নির্মিত হবে সম্পূর্ণ গ্রাম্য পটভূমিতে। সিনেমাটির মূল বিষয় থাকছে প্রেম বিরহ ও বিচ্ছেদ নিয়ে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা মোস্তাফিজার রহমান মানিকের “যাও পাখি বলো তারে” এই সিনেমায় থাকছে ৩ টি মূল চরিত্র। তিনি আরো বলেন সামনে ঈদে মুক্তি পাবে সিনেমাটি এমনটি আশা করছি।
সিনেমাটি নিয়ে নায়িকা মাহিয়া মাহী বলেন “আমার বগুড়ায় শুটিং করতে অনেক ভাল লাগছে, বগুড়ার মানুষ আমাদের শুটিং দেখতে এসেছে আমাকে দেখতে এসেছে তাদের এই ভালবাসায় আমি মুগ্ধ”
অন্যদিকে সিনেমাটিতে নায়ক শিপন মিত্র তার চরিত্র প্রসঙ্গে বলেন, ‘আমার ও মাহির বিবাহ পরিবারের সদস্যরা ছোটবেলা থেকেই ঠিক করে রেখেছেন’ তার সঙ্গে আমার প্রেমেরও একটা সম্পর্ক, আমি পড়াশোনা শেষ করে বিদেশ থেকে সবে ফিরেছি, অন্যদিকে আদর আছে তোমাকে পছন্দ করে, তার চরিত্রটা ও গুরুত্বপূর্ণ বলে জানায় নায়ক শিপন মিত্র।
সিনেমাটির অপর নায়ক আদর আজাদ বলেন ২৭ ফেব্রুয়ারি সিনেমা টি সম্পূর্ণ শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আমরা।
বগুড়াবাসীকে ধন্যবাদ জানিয়ে সকলের কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন, “যাও পাখি বলো তারে”র সমস্ত কলাকুশলী বৃন্দ।